kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

“কবি মধুসূদন : সৃজনে বিদ্রোহে অগ্রপথিক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ২০:২০ | পড়া যাবে ১ মিনিটে“কবি মধুসূদন : সৃজনে বিদ্রোহে অগ্রপথিক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কবি মাইকেল মধুসূদন দত্ত স্মরণে “কবি মধুসূদন : সৃজনে বিদ্রোহে অগ্রপথিক” শীর্ষক সেমিনার আজ সোমবার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা বিভাগের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।  

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর এস এম  শফিকুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. আখতার হোসেন।

বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক আজিজুর রহমান। প্রবন্ধের উপর আলোচন করেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ড. ভারতী রানী হালদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর।সাতদিনের সেরা