kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

দুর্গাপূজা সামনে রেখে নোয়াখালীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেদুর্গাপূজা সামনে রেখে নোয়াখালীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপূজাকে সামনে রেখে নোয়াখালীতে সম্প্রীতি সমাবেশ। ছবি- কালের কণ্ঠ।

নোয়াখালী পৌরসভার আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের নিয়ে পৌরসভা মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা সামনে রেখে সম্প্রীতি সভার আয়োজন করা হয়।

সোমবার দুপুরে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি নোয়াখালীতে সব ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজায় সবার সহযোগিতায় এ উৎসব যেন সনাতন ধর্মাবলম্বীরা পালন করতে পারে এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হিন্দুধর্মীয় লোকজন, মসজিদের ইমামসহ সর্বদলীয় লোকজন অংশগ্রহণ করেন।সাতদিনের সেরা