kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:১৫ | পড়া যাবে ২ মিনিটেসাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লার হোমনায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গত ১৮ সেপ্টেম্বর উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আখন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হোমনা থানায় অভিযোগ দায়ের করলে শনিবার (২৪ সেপ্টেম্বর) সামছুল হক ওরফে অরুন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সামসুল হক ওরফে অরুন উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়া গ্রামের মৃত মঙ্গল খন্দকারের ছেলে সাবেক ইউপি সদস্য।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চান্দেরচর ইউনিয়নের আখন্দপাড়া গ্রামের ১১ বছর বয়সী এক মাদরাসা পড়ুয়া শিশুকে সোহেল মিয়ার বাড়ির পাশে বাগানে নিয়ে জোর করে ধর্ষণচেষ্টা চালায়। পড়ে শিশুটি চিৎকার শুরু করলে তাকে ১০ টাকা দিয়ে ঘটনা কাউকে না জানাতে শাসিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। শিশুটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা জানালে মেয়ের বাবা সামসুল হক ওরফে অরুন মেম্বারকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।

হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিশুটির বাবা বাদি হয়ে   থানায় অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা