kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

বগুড়ার শাজাহানপুরে বালতির পানিতে পড়ে রশনি আকতার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের রুপীহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি রুপিহার গ্রামের এমদাদুল হকের মেয়ে।

প্রতিবেশীরা জানান, শিশুটির বাবা এমদাদুল হক একজন কৃষক।

বিজ্ঞাপন

প্রতিদিনের মতো সকালে বাবা এমদাদুল কৃষি কাজের জন্য মাঠে চলে যান। মা তানিয়া বেগম তার চার বছরের মেয়ে মিতু ও শিশু রশনিকে নিয়ে বাড়িতেই ছিলেন। বাড়ির উঠানে দুই মেয়ে খেলা করছিল। মা তানিয়া বেগম বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে শিশু রশনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাথরুমের ভেতরে বালতির পানির মধ্যে শিশু রশনিকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।সাতদিনের সেরা