kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৮:১০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আজ শনিবার দুপুর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনটাল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

বিজ্ঞাপন

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহুরুল হক কালের কণ্ঠকে বলেন, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের এলেঙ্গায় পৌঁছলে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে একে একে উত্তরবঙ্গগামী রাজদূত পরিবহন, এসআই এন্টারপ্রাইজ ও নওগা ট্রাভেলস ধাক্কা দেয়। এতে তিনটি বাস, সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ বেশ কয়েকজন জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান।  সাতদিনের সেরা