kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, একজনের প্রাণ গেল

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি    

৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটে



বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, একজনের প্রাণ গেল

খুলনা-মোংলা মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন একজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ঘটনাটি ঘটে।  

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী প্রাইভেট কার রাত ৩টার দিকে লখপুর এসে পৌঁছে। তখন মালবাহী একটি ট্রাকের সাথে এক খুলনাগামী বাসের ধাক্কা লাগে।

বিজ্ঞাপন

নিয়ন্ত্রণ হারানো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারটির।  
 
প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন (৪২) ঘটনাস্থলে নিহত হন। তিনি চাঁদপুরের নূরনগর এলাকার আহসান উল্লাহর ছেলে।  

পুলিশ ট্রাকটি জব্দ করেছে তবে পালিয়েছেন চালক ও হেলপার। ঘটনাস্থল থেকে বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় ধরা যায়নি বাসটিকে।  

খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।



সাতদিনের সেরা