kalerkantho

বৃহস্পতিবার । ৬ অক্টোবর ২০২২ । ২১ আশ্বিন ১৪২৯ ।  ৯ রবিউল আউয়াল ১৪৪৪

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণহানি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০২২ ২০:০৬ | পড়া যাবে ১ মিনিটেট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের প্রাণহানি

হবিগঞ্জে মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক রুবেল হোসেন (৩৫) ও তার সহকারী আহাদ আলী (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক ও ফায়ার ফাইটার ইমন মিয়াসহ একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নিহত  চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, আজ ভোরে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেটগামী মোরগের খাবারবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়।

বিজ্ঞাপন

এতে বালুবাহী ট্রাকচালক যশোর জেলার শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া ও তার সহকারী যশোর জেলার ঝিগরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলী ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া সিলেটের গোয়াইনঘাটের জালাল উদ্দিন গুরুতর আহত হন।

আহত জালালকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  সাতদিনের সেরা