kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

তিমির পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন (ভিডিওসহ)

নিজস্ব প্র‌তি‌বেদক, ব‌রিশাল   

৩ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৮ | পড়া যাবে ১ মিনিটে



তিমির পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন (ভিডিওসহ)

তিমির পর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে একটি অর্ধগলিত মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। শনিবার দুপুর বারোটার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতের পূর্বপাশে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। তবে এটি গলিত হওয়ায় কি প্রজাতির ডলফিন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে এবং মাংস অনেকটা ক্ষয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হবে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সকালে সৈকতের ঝাউবাগান পয়েন্টে অর্ধগলিত প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত তিমি ভেসে আসছে।



সাতদিনের সেরা