kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : নিহত ১

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এস কে ফরহাদ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

নারায়ণগঞ্জে বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সংঘর্ষে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। ’ শাওন যুবদলকর্মী বলে জানান তিনি। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ জন সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তারা বলেছেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।সাতদিনের সেরা