kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

ব্যাগ থেকে হঠাৎ এলো কান্নার আওয়াজ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৩ আগস্ট, ২০২২ ১৫:৫৯ | পড়া যাবে ১ মিনিটেব্যাগ থেকে হঠাৎ এলো কান্নার আওয়াজ

সকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আসমা বেগম। পাশেই পড়ে ছিল একটি ব্যাগ। প্লাস্টিকের ওই ব্যাগের মুখও বাঁধা। হঠাৎ ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে কান্নার আওয়াজ।

বিজ্ঞাপন

শুনেই বোঝা যাচ্ছিল কোনো নবজাতকের কান্না এটি। এগিয়ে গিয়ে ব্যাগ খুলে শিশুটিকে বের করেন আসমা। পরে পুলিশে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কৃষ্ণদিয়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে ওই ছেলে নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, ‘আসমা বেগম নামের এক নারী কৃষ্ণদিয়া এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। পরে পুলিশের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, নবজাতক উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুর পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নবজাতকটি দেখতে হাসপাতালে যান।  সাতদিনের সেরা