kalerkantho

মঙ্গলবার । ৪ অক্টোবর ২০২২ । ১৯ আশ্বিন ১৪২৯ ।  ৭ রবিউল আউয়াল ১৪৪৪

গোয়ালঘরে পড়ে ছিল অজগরটি

রাউজন (চট্টগ্রাম) প্রতিনিধি    

১৮ আগস্ট, ২০২২ ২১:৩৭ | পড়া যাবে ১ মিনিটেগোয়ালঘরে পড়ে ছিল অজগরটি

চট্টগ্রামের রাউজানে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের ২০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় আবির চৌধুরী (২৮) নামের একজনকে কামড়ে ধরে অজগরটি। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরীপাড়া এলাকার একটি গোয়ালঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

 

এলাকাবাসী জানায়, রাখাল বাচ্চু মিয়া সকালে গোয়ালঘরে গরুর খাবার দিতে গিয়ে অজগরটি দেখতে পান। এ সময় স্থানীয়রা খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে গেলে আবিদ চৌধুরী নামের একজনের হাতে কামড়ে ধরে। অনেক চেষ্টার পরে অজগরটিকে উদ্ধারে সক্ষম হন তারা।  

ফারদিন চৌধুরী নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘সকালে গোয়ালঘরে অজগর দেখার খবর পেয়ে আমিসহ কয়েকজন অনেক কষ্ট করে সাপটি উদ্ধার করি।  স্নেক রেসকিউ বিডি নামে সাপ উদ্ধারকারী একটি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে। ’সাতদিনের সেরা