kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

মায়ের হাতে পানি খাওয়া হলো না সাজিদের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি    

১৭ আগস্ট, ২০২২ ১৯:৪৯ | পড়া যাবে ১ মিনিটেমায়ের হাতে পানি খাওয়া হলো না সাজিদের

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) উপজেলার সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সাজিদ ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, সকাল ১০টার দিকে নয়ন মিয়ার স্ত্রী সীমা আক্তার সাজিদকে ঘরে বসে খাবার খাওয়াচ্ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় সাজিদ পানি খেতে চায়। ঘরে পানি না থাকায় তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে যান মা সীমা। পরে পানি নিয়ে এসে দেখেন ঘরে সাজিদ নেই। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে সাজিদকে বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসতে দেখেন মা সীমা আক্তার। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।  সাতদিনের সেরা