kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

উত্তরায় গার্ডার চাপায় নিহত

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন রুবেল

মেহেরপুর প্রতিনিধি   

১৭ আগস্ট, ২০২২ ১৬:২৫ | পড়া যাবে ১ মিনিটেবাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন রুবেল

ঢাকার উত্তরায় গার্ডার চাপায় নিহত রুবেলের জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স করে তার মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছায়। খবর পেয়ে সহস্রাধিক মানুষ রুবেলের লাশ দেখার জন্য ভিড় করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৫ আগস্ট নিজের ছেলের বিয়ের বউভাতের অনুষ্ঠান শেষে বর-কনেসহ কয়েকজন আত্মীয় নিয়ে রুবেল মিয়া আশুলিয়া ফিরছিলেন। পথে গার্ডার দুর্ঘটনায় বর-কনে ভাগ্যক্রমে বেঁচে গেলেও গাড়িতে থাকা বাকি পাঁচজনই নিহত হন।সাতদিনের সেরা