kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

ভাঙনরোধে কাজ করতে ডুবে যায় সাব্বির, এক দিন পর লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    

১৪ আগস্ট, ২০২২ ১৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেভাঙনরোধে কাজ করতে ডুবে যায় সাব্বির, এক দিন পর  লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে সাব্বির হোসেন (২২) নামের এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফরিদপুরের নৌ পুলিশ। নিহত সাব্বির হোসেন সিলেট জেলার ওসমানীনগর উপজেলার লামা তাজপুর গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে বালুর ব্যাগ ফেলানোর কাজে নিয়োজিত ছিলেন।

রবিবার (১৪ আগস্ট) সকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামের আবু বক্কর মাতুব্বরের বাড়ির সামনে আড়িয়াল খাঁ নদে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী।

বিজ্ঞাপন

খবর পেয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

 ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশের ইনচার্জ রুহুল আমিন জানান,  নিহত সাব্বির গত শুক্রবার বিকেল ৩টার দিকে নদে বালু ফেলাতে গিয়ে ডুবে যান। এক দিন পর তার লাশটি পাওয়া যায়।  সাতদিনের সেরা