kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

বাসের ধাক্কায় প্রাণ গেল দুজনের, আহত ৪

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২২ ২২:০২ | পড়া যাবে ১ মিনিটেবাসের ধাক্কায় প্রাণ গেল দুজনের, আহত ৪

ময়মনসিংহের ফুলপুর মহাসড়কে বাসের ধাক্কায় অটোচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন অটোরিকশার যাত্রী। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়কের বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অটোরিকশাটি ছয়জন যাত্রী নিয়ে ফুলপুর থেকে নকলা যাওয়ার পথে শেরপুরগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

এ সময় অটোচালক মিজানুর রহমান ( ৩৫)সহ ছয় যাত্রী আহত হন। বিকেলে হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত অটোযাত্রী মাজাহারুল ইসলাম (৩৫) মারা যান।

এ ঘটনায় মজিবুর রহমান (৫০), জাহানারা বেগম (৪৫)সহ আরো চারজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বাসসহ চালক ও সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 সাতদিনের সেরা