kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

শনিবার থেকে দেশের সকল চা বাগানে ধর্মঘটের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২২ ১৯:৫০ | পড়া যাবে ১ মিনিটেশনিবার থেকে দেশের সকল চা বাগানে ধর্মঘটের ডাক

ভুমি, স্বাস্থ্য, শিক্ষা ও মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক চা শ্রমিকদের। ছবি- কালের কণ্ঠ।

শনিবার থেকে দেশের সকল চা বাগানে ধর্মঘট আহ্বান করা হয়েছে। হবিগঞ্জের লস্করপুর চা বাগানের শ্রমিক ও চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল আজ শুক্রবার (১২ আগস্ট) এক সমাবেশে এই ঘোষণা দেন।

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে তারা গত চার দিন যাবৎ প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি, মিছিল ও সমাবেশ করে আসছে। নৃপেন পাল ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন আশিষ কুমার তন্তু বায়, রজনী কান্ত কালিন্দি, বিণয় চাষা।

বিজ্ঞাপন

চা শ্রমিকরা তাদের ভূমি, স্বাস্থ্য, শিক্ষা ও মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে।  মালিকপক্ষ বলছেন, 'এখন চা পাতা উত্তোলনের মৌসুম। এখন যদি তারা আন্দোলনের ডাক দেয়, তাহলে তা মেনে নেওয়া অসম্ভব। 'সাতদিনের সেরা