kalerkantho

সোমবার । ২৬ সেপ্টেম্বর ২০২২ । ১১ আশ্বিন ১৪২৯ ।  ২৯ সফর ১৪৪৪

শ্রীবরদীর গারো পাহাড়ে বন্যহাতির অভয়ারণ্য চায় গ্রামবাসী

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি    

১২ আগস্ট, ২০২২ ১৬:৫৭ | পড়া যাবে ২ মিনিটেশ্রীবরদীর গারো পাহাড়ে বন্যহাতির অভয়ারণ্য চায় গ্রামবাসী

দীর্ঘ দেড় যুগ ধরে শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী গারো পাহাড়ে চলছে বন্য হাতির সাথে মানুষের যুদ্ধ। এতে প্রতিবছর হাতির হামলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গ্রামবাসীদের হামলায় বন্যহাতিরাও মারা পড়ছে। হাতি-মানুষের এই দ্বন্দ্ব মেটাতে অনুষ্ঠিত বিশ্ব হাতি দিবসের অনুষ্ঠানে আলোচনা সভায় গারো পাহাড়ে বন্যহাতির অভয়রণ্য গড়ে তোলার দাবি তুলে ধরেন বক্তারা।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বনবিভাগের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১টায়  বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বালিজুরি বাজারের সড়ক প্রদক্ষিণ করে। পরে বালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য দেন বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা একেএম রুহুল আমিন, রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, সিংগাবরনা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়শনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমুখ।

সভায় বক্তারা গারো পাহাড়ে বন্যহাতির অভয়রন্যেসহ বন্যহাতি নিরাপদে বসবাসের দাবি জানান। এতে অংশগ্রহণ করেন বনবিভাগের কর্মকর্তা, কর্মচারি, স্থানীয় বন্যহাতি তাড়ানোর ভলান্টিয়ার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ।সাতদিনের সেরা