kalerkantho

মঙ্গলবার । ৪ অক্টোবর ২০২২ । ১৯ আশ্বিন ১৪২৯ ।  ৭ রবিউল আউয়াল ১৪৪৪

নাচোলে ট্রাকের ধাক্কায় শিশুর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১২ আগস্ট, ২০২২ ১৫:৩৫ | পড়া যাবে ১ মিনিটেনাচোলে ট্রাকের ধাক্কায় শিশুর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের ধাক্কায় শিফা খাতুন (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নেজামপুর ইউনিয়নের দিঘীপাড়া নামক স্থানে নানা মো. আহসানের (৬৫) সঙ্গে সে ও তার বোন খাদিজা খাতুন (৮) নানাবাড়ির যাচ্ছিল। বাড়ির সামনে আমনুরা থেকে নওগাঁগামী সড়কে হাঁটার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় তিনজনই আহত হন।

বিজ্ঞাপন

 

তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সকাল সাড়ে ৯টার দিকে শিফা খাতুন মারা যায়।  
 
নিহত শিশু নেজামপুর মরাপুকুর এলাকার মো.সেলিমের ছেলে ও নেজামপুর বিনোদবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চশ শ্রেণির ছাত্রী। একই ঘটনায় আহত অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ট্রাকটি (ঢাকা মট্রো-ট ২৪৩-১১৬) আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
 
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, ট্রাক চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।    সাতদিনের সেরা