kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

বালতির পানিতে পড়েছিল মাইশার নিথর দেহ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

১১ আগস্ট, ২০২২ ১৮:০৪ | পড়া যাবে ১ মিনিটেবালতির পানিতে পড়েছিল মাইশার নিথর দেহ

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালতির পানিতে ডুবে মাইশা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।  

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলামের স্ত্রী রান্না ঘরে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

হঠাৎ মায়ের অজান্তে ঘরের সামনে বালতি ভর্তি পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর মাইশাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখোঁজির এক পর্যায়ে বালতিন পানিতে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পাকুন্দিয়া থানার এস.আই শাহ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।  সাতদিনের সেরা