kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১০ আগস্ট, ২০২২ ২২:৫৪ | পড়া যাবে ২ মিনিটেসাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকি

হুমকিদাতা মঞ্জুরুল ইসলাম (বাঁয়ে), সাংবাদিক মশিউর রহমান কাউসার।

পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বুধবার সকালের এ ঘটনায় রাত ৯টায় থানায় একটি জিডি করেছেন ওই সাংবাদিক।

হুমকি পাওয়া মশিউর রহমান কাউসার আমাদের সময় পত্রিকার গৌরীপুর প্রতিনিধি এবং গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যসচিব।  

স্থানীয় সূত্র ও জিডির তথ্যে জানা যায়, কাউসার রেলস্টেশন এলাকায় তাঁর ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বসে ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় গৌরীপুর পৌর এলাকার মধ্য ভালুকা মহল্লার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৩৭) সেখানে গিয়ে কাউসারকে হুমকি দেন।

কাউসার কালের কণ্ঠকে বলেন, মঞ্জুরুল তাঁর সহযোগী সিদ্দিক মিয়াকে (৪৫) সঙ্গে নিয়ে এসে কাউসারকে দোকান থেকে বের হতে বলেন। কাউসার বের না হওয়ায় মঞ্জুরুল ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তুই বড় সাংবাদিক হইয়া গেছস; তোর লাইগ্যা আমি মামলায় ফাঁসছি। আর এতে আমার ৯০ হাজার টেহা খরচ হইছে। তোর পা কাইট্যা নিয়া যাইয়াম। ’

এ বিষয়ে অভিযুক্ত মঞ্জুরুল ইসলামের মোবাইল ফোন নম্বরে কল দিলেও তিনি ধরেননি। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জিডির সত্যতা স্বীকার করে বলেন, এখন পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।সাতদিনের সেরা