kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

ইলিশের ভরা মৌসুমে ট্রলারশূন্য বঙ্গোপসাগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

৯ আগস্ট, ২০২২ ১৯:০২ | পড়া যাবে ২ মিনিটেইলিশের ভরা মৌসুমে ট্রলারশূন্য বঙ্গোপসাগর

ইলিশের ভরা মৌসুমে ট্রলারশূন্য হয়ে গেছে বঙ্গোপসাগর। প্রবল ঢেউয়ে টিকতে পারছেন না জেলেরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা) বাগেরহাটের শরণখোলাসহ উপকূলের সব মাছ ধরা ট্রলার ঘাটে ফিরে এসেছে বলে মৎস্য সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাগর থেকে ফেরার সময় কুয়াকাটা সংলগ্ন সাগরে ঢেউয়ের কবলে পড়ে ২৪ জেলেসহ দুটি ফিশিং ট্রলার ডুবে গেছে।

বিজ্ঞাপন

এদের মধ্যে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, পুবাল বাতাসে ক্রমশই ফুঁসছে সাগর। শনিবার রাত থেকে তাণ্ডব শুরু হয় সাগরে। পরদিন রবিবার সকাল থেকেই কিছু কিছু ট্রলার নিকটবর্তী নিরাপদ স্থানে ফিরতে থাকে। বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। সাগর একেবারে ফাঁকা হয়ে গেছে।

আবুল হোসেন জানান, শরণখোলার দুই শতাধিক ট্রলার এখন নিজ নিজ ঘাটে অবস্থান করছে। এ ছাড়া অন্যান্য এলাকার কয়েক হাজার ট্রলার কলাপাড়ার মহিপুরে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, মৌসুমের প্রায় চার মাস অতিবাহিত হতে চলেছে। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়েনি কোনো ট্রলারেই। এরই মধ্যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা গেল। ২৩ জুলাই নিষধাজ্ঞা শেষ হওয়ার পর দুই ট্রিপে তেমন মাছ পড়েনি। তৃতীয় ট্রিপ থেকে মাছ পড়া শুরু হয়। কিন্তু জেলেরা সাগরে নেমেই দুর্যোগে পড়ে ফিরে আসতে বাধ্য হয়। সামনে আসছে আবার ২২ দিনের নিষধাজ্ঞা। এতেই ভরা মৌসুমের তিন মাস শেষ। মৌসুমের বেশির ভাগ সময় চলে যায় নিষেধাজ্ঞা আর দুর্যোগে। এতে নিঃস্ব হচ্ছেন জেলে-মহাজনরা।সাতদিনের সেরা