kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২২ ১৪:৫৩ | পড়া যাবে ১ মিনিটেপাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামে পুকুরের পানিতে ডুবে মোরসালিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার জাম্বুবান গ্রামের ফারুক হোসেনের ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শিশুটির পরিবার জানায়, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল মোরসালিন। কখন যে পানিতে ডুবে গেছে তা কেউ বলতে পারে না। ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এসময় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা