আব্দুল মালিক
নবীগঞ্জে স্ত্রীর করা যৌতুকের মামলায় সুদ ও দাদন ব্যবসায়ী আব্দুল মালিক (৪৬) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃত ব্যক্তি উপজেলার গজনাইপুর ইউনিয়নের লামলু গ্রামের আব্দুর রহমান ওরফে ছাও মিয়ার ছেলে। সে ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত নৌসেদ আলীর কন্যা শাহ জলি বেগম লামলু গ্রামের আব্দুর রহমান ওরফে ছাও মিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আব্দুল মালিকের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন খাঁন তদন্ত কেন্দ্রের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন খাঁন।