ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত শারফুল ইসলাম ২০ দিন চিকিৎসার পর ঢাকা সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে মারা গেছেন। গত ১৮ জুলাই দুপুরে উপজেলার পাগলা থানাধীন মেদনার টেক গ্রামে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে এ হামলার ঘটনাটি ঘটে। নিহত শারফুল ইসলাম (২৮) ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা থানাধীন মেদনার টেক গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলেদের সাথে প্রতিবেশী মৃত ইউসুফ আলীর ছেলেদের জমি নিয়ে বিরোধ চলছিল।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের ভাই মো. মাহাবুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।