kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি   

১ আগস্ট, ২০২২ ১৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেমেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলা উজুলপুরে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উজলপুর গ্রামের মাঠে বজ্রপাতে তিনি মারা যান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুন্নত আলী একই গ্রামের  গ্রামের বকুল মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালের দিকে সুন্নত আলী ক্ষেতে কাজ করার উদ্দেশে মাঠে যাচ্ছিলেন। গ্রামের চাঁতালের মাঠ নামক স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়। পরে ওই মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান নেন তিনি। হঠাৎ বজ্রপাত তার মাথার ওপর পড়লে সুন্নত আলী আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।সাতদিনের সেরা