বাগেরহাটের শরণখোলায় নাসরুল্লাহ (৮) নামে এক প্রতিবন্ধী শিশু পুকুরে পড়ে মারা গেছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আনোয়ার শেখের ছেলে।
ধানসাগর ওয়ার্ডের গ্রাম পুলিশ তোফাজ্জেল হোসেন জানান, আনোয়ার শেখের ছেলে নাসরুল্লাহ শারীরিক প্রতিবন্ধী।
বিজ্ঞাপন
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।