kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

মাটি খুঁড়ে মিলল তরুণীর অর্ধগলিত লাশ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি    

২৫ জুলাই, ২০২২ ১৬:৫৮ | পড়া যাবে ১ মিনিটেমাটি খুঁড়ে মিলল তরুণীর অর্ধগলিত লাশ

রংপুরের পীরগাছায় মাটি খুঁড়ে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার একটি সমতল জমিতে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। হঠাৎ করেই ওই খুঁটি সংলগ্ন জাগায় উঁচু মাটির ঢিবি দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

বিজ্ঞাপন

পরে মাটি খুঁড়ে ওই নারীর মাথা দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে হবে। লাশটির ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা