kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

সবাই সাঁতরে পারে উঠলেও ডুবে যান অন্তঃসত্ত্বা রোজিনা

সাভার প্রতিনিধি   

২৫ জুলাই, ২০২২ ১৩:২৭ | পড়া যাবে ২ মিনিটেসবাই সাঁতরে পারে উঠলেও ডুবে যান অন্তঃসত্ত্বা রোজিনা

রোজিনা বেগমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

আশুলিয়ায় তুরাগ নদে নৌকাডুবিতে রোজিনা বেগম (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৮টার দিকে তৈয়বপুরে নৌকা পারাপারের সময় ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই পারে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রোজিনা বেগম।

বিজ্ঞাপন

নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমান স্ত্রী। বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়া তৈয়বপুর থেকে নৌকা করে জিরাবো আসার পথে মাঝখানে নৌকাডুবি হয়। এ সময় সবাই উঠতে পারলেও অন্তঃসত্ত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মৃতদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন বলেন, 'তুরাগ নদে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরিদল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজের কোনো তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। মূলত অতিরিক্ত লোক ওঠানোর কারণেই এই নৌকাডুবি। নদীতে কোনো ঢেউ বা স্রোত ছিল না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়। 'সাতদিনের সেরা