kalerkantho

বুধবার । ১৭ আগস্ট ২০২২ । ২ ভাদ্র ১৪২৯ । ১৮ মহররম ১৪৪৪

বুস্টার ডোজ নিতে আসা মানুষের চাপে ধসে পড়ল ক্লিনিকের মেঝে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি    

২০ জুলাই, ২০২২ ১৫:০৩ | পড়া যাবে ২ মিনিটেবুস্টার ডোজ নিতে আসা মানুষের চাপে ধসে পড়ল ক্লিনিকের মেঝে

বুস্টার ডোজ নিতে আসা অতিরিক্ত নারী-পুরুষের চাপে রাউজানের একটি কমিউনিটি ক্লিনিকের পাকা মেঝে চার ফুট গভীর হয়ে ধসে গেছে। এতে স্বাস্থ্য সহকারী ও দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমেদুর রহমান কমিউনিটি ক্লিনিকে।  

ওই ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ বলেন, সকালে করোনার বুস্টার ডোজ দিতে আসেন এলাকার বহু নারী-পুরুষ।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে সবাই ক্লিনিকের বারান্দার পাকা মেঝেতে দাঁড়ান। এ সময় সাড়ে ১০টার দিকে হঠাৎ অতিরিক্ত চাপে মেঝে ভেঙে প্রায় চার ফুট গভীর হয়ে ধসে পড়ে। এতে আমিসহ বুস্টার ডোজ নিতে আসা লীলা প্রভা বড়ুয়া (৫৫) ও জেসমিন আকতার নামের দুই নারী আহত হন। আমি পায়ে এবং অন্যরাও পায়ে আঘাত পেয়েছেন।  
 
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ফ্লোরের নিচে নতুন মাটি ভরাট ছিল। এ কারণে বুস্টার ডোজ নিতে আসা মানুষের চাপে মেঝে ধসে যাওয়ার ঘটনা ঘটে। তবে কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।  সাতদিনের সেরা