গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গোপনে কিশোরীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোনাবাড়ী থানার পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আলী আকবর খান (২২) বরিশাল জেলার গৌরনদী থানার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আলী আকবর খানের পাশের রুমে পরিবারের সঙ্গে থাকে ১৫ ও ১৪ বছরের ওই দুই কিশোরী। গত রবিবার দুপুরে টিনশেড ভাড়া বাড়ির গোসলখানায় তারা দুজন একসঙ্গে গোসল করে। এ সময় পাশের কক্ষের ভাড়াটিয়া আকবর খান টিনের ছিদ্র দিয়ে গোসলের নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে আকবর খানের বড় বোন মোবাইল ফোনটি রিচার্জ করতে বড় কিশোরীর কাছে যায়। রিচার্জ শেষে ডাটা চালু করলে নগ্ন ভিডিওটি দেখতে পায়।
কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুপুরে অভিযুক্ত আলী আকবর খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।