দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় মিতুল হাওলাদার (২৩) নামের একজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ জুলাই) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের পাশে ঈদগাহ মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মিতুল ট্রাকচালকের সহকারী ছিলেন। তিনি যশোর জেলার বাঘাপাড়া থানার বসুনিয়া গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সারবোঝায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পেছন থেকে দিনাজপুরগামী অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’