হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। পৃথক জায়গায় দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো রামিম মিয়া (১৬) ও উসমান তালুকদার (২৬)।
স্থানীয়রা জানায়, রামিম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আরকান মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
উসমান তালুকদার বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আমীর হোসেন তালুকদারের ছেলে। নিহত উসমান তালুকদার বাড়ির পাশের হাওরে গরু চরানোর সময় দুপুর ২টায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।