kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

বোনকে বাঁচাতে পানিতে ভাইয়ের লাফ, দুজনেরই মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৭ জুলাই, ২০২২ ১২:৪৯ | পড়া যাবে ১ মিনিটেবোনকে বাঁচাতে পানিতে ভাইয়ের লাফ, দুজনেরই মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম চৌধুরী কালের কণ্ঠকে জানান, মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান জিহাদ (১১) ও তাজিমা (৭) বাড়ির সামনের বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় অসাবধানবশত তাজিমা পড়ে যায়।

বিজ্ঞাপন

তাকে বাঁচাতে গিয়ে জিহাদও পানিতে ডুবে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা