ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে হওয়া এ সংঘর্ষে নিহত আব্দুর রশিদ রসুলপুর গ্রামের বাসিন্দা এবং মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়েজামাই।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, রাতে এশার নামাজ শেষে মসজিদের টাকার হিসেব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে গ্রামের অন্য মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মারামারিতে জড়ান মুসল্লিরা।
বিজ্ঞাপন