kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

গফরগাঁওয়ে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৪ জুলাই, ২০২২ ২৩:৫১ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় শুক্কুরী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের কাঁজা-গোলাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে চালক-হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে আহত শুক্কুরী বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

শুক্কুরী বেগম ওই গ্রামের রশীদ দপ্তরীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোলাবাড়ি গ্রামের রশীদ দপ্তরীর স্ত্রী শুক্কুরী বেগম কাঁজা-গোলাবাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে শুক্কুরী বেগম গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা