kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

ময়মনসিংহে কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের হালখাতা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৪ জুলাই, ২০২২ ১৭:১০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের হালখাতা

ময়মনসিংহে কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে স্থানীয় জোবেদা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড ও বীর সিমেন্টের পরিবেশক মেসার্স অখিল অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স গোপাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অখিল ধর।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিং ব্র্যান্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের হেড অব ব্র্যান্ড (এজিএম) সাইফুল ইসলাম রুবেল, বীর সিমেন্টের এজিএম সেলস (জোনাল হেড-ইস্ট জোন) লুতফুল হক খসরু, কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম সেলস (ঢাকা উইং) মোহাম্মদ আলী, বীর সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ (ডিভিশনাল ইনচার্জ) মো. জিয়াউর রহমান, কিং ব্র্যান্ড সিমেন্টের মো. বারিক আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী রিটেইলারদের মাঝে মূল্যবান উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।সাতদিনের সেরা