ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী শনিবার বিকেলে এক আত্মীয়র জন্য বিয়ের পাত্রী দেখতে যান।
বিজ্ঞাপন
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মহিলা মেম্বার বিষয়টি জানানোর পরই ঘটনায় জড়িত মাহাবুব আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর কালের কণ্ঠকে বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।