প্রতীকী ছবি।
ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। আজ রবিবার দুপুর ২টার সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩২) ও তার মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৫)। ট্রাকটি নিহত দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কেনাকাটার জন্য বাজারে যান। ফেরার পথে তাদের বহনকারী ভটভটির পেছন থেকে ধাক্কা দেয় একটি গরুবোঝাই ট্রাক। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ভটভটি চালক আহত হয়েছেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন জানান, ট্রাকের ধাক্কায় নিহত দুজনের লাশ উদ্ধার শেষে হাসপাতালে সুরতহালের কাজ চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাকটি খুঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।