kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

মায়ের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী!

অনলাইন ডেস্ক   

৩ জুলাই, ২০২২ ১৩:৫৪ | পড়া যাবে ২ মিনিটেমায়ের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী!

প্রতীকী ছবি।

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর মা বলেন, ‘আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকায় স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বিয়ের আগ থেকেই অভিযুক্ত আমার মেয়েকে বিরক্ত করে আসছে।

বিজ্ঞাপন

বিয়ের পর যখন মেয়ে বাড়িতে আসে, তখনো কুপ্রস্তাব দেয়। গতকাল রাতে আমি ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত ঘরে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধর্ষণ করে। ’

তিনি আরো বলেন, ‘আমি অভিযুক্তকে ভেতরে রেখে দরজা তালাবদ্ধ করে আশপাশের লোকজন ডাকলে স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা লোকজন নিয়ে আসেন। তিনি তালা ভেঙে মেয়েকে মারধর করে অভিযুক্তকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার মেয়েকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আমার মেয়ে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ’ 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’সাতদিনের সেরা