kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

রাঙ্গাবালীতে খাল দখল নিয়ে আ. লীগ-শ্রমিক লীগ সংঘর্ষ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

১ জুলাই, ২০২২ ১৮:১৭ | পড়া যাবে ২ মিনিটেরাঙ্গাবালীতে খাল দখল নিয়ে আ. লীগ-শ্রমিক লীগ সংঘর্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার জন্য খাল দখল করতে গিয়ে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনী খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের দশজন আহত হয়। আটক করা হয় ছয়জনকে।

বিজ্ঞাপন

জানা গেছে, দুই বছর ধরে নয়াভাঙ্গুনী নামক খালটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধার লোকজনের ভোগদখলে। তাদের দাবি জেলা প্রশাসন থেকে খালটি তিন বছরের জন্য ইজারা নিয়েছেন তারা। আরো এক বছর তাদের মেয়াদ আছে। কিন্তু কিছুদিন ধরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিবলীর লোকজন খালটি দখল করে মাছ ধরার চেষ্টা করছিলেন। এনিয়ে আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতার মধ্যে দ্বন্দ্ব চলছিল।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার খাল দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা রওশন ও আওয়ামী লীগ নেতা শিবলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টার এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা বলেন, তিন বছরের জন্য খালটি লিজ (ইজারা) নিয়েছি আমরা। এখনও প্রায় এক বছর আছে। কিন্তু ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলীর লোকজন খালটি দখলের জন্য লাঠিসোটা নিয়ে শ্রমিক লীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় আমাদের ছয়জন লোক আহত হয়।

এদিকে ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী জানান, আমি অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকা এসেছি। শুনেছি, নয়াভাঙ্গুনি ঝামেলা হয়েছে। তবে এ বিষয়ে আমি কিছুই জানি না।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার জানান, সংঘর্ষে এক পক্ষের ছয়জন আহত হয়েছে। অপর পক্ষের তথ্য নিচ্ছি। ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা