kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

কচুয়ায় ট্রাকের তলে মোটরসাইকেলসহ চালক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি   

৩০ জুন, ২০২২ ১৩:৫০ | পড়া যাবে ১ মিনিটেকচুয়ায় ট্রাকের তলে মোটরসাইকেলসহ চালক

চাঁদপুরের কচুয়ায় ট্রাকচাপায় সফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইননগর গ্রামের আবুল হাসেমের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। এদিকে দুর্ঘটনার পরই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যান।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা