পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে থেকে বেশ কিছু পুরাতন মূর্তিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা দক্ষিণ থানার পুলিশ। এ সময় ভোলা জেলার চরফ্যাশন এলাকার জসিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাচীন আমলের এ নিদর্শনগুলো মেটালিক হবে, নাকি কষ্টিপাথর হবে―তা অধিকতর পরীক্ষা শেষেই পরিষ্কারভাবে জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে জসিম উদ্দিন প্রায়ই কলকাতা গিয়ে এসব মালামাল নিয়ে আসেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।