খুলনার মুজগুন্নীতে দুর্বৃত্তদের গুলিতে জমির ব্যবসায়ী জুলকার নাইম মুন্না নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর রোডে ভিক্টোরিয়া ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে জানান তিনি এলাকায় রয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় অস্ত্র ঠেকিয়ে তিনটি গুলি করা হয়।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুন্না দিঘলিয়া উপজেলা সুগন্ধী গ্রামের সোহরাব মোল্লার ছেলে এবং সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক।
নিহত জুলকার নাইম মুন্না সেনহাটি ইউপি চেয়ারম্যান হালিম গাজী হত্যা মামলার আসামি ছিলেন। বর্তমানে জামিনে আছেন বলে নিশ্চিত করেছেন হালিম গাজীর স্ত্রী ফারহানা হালিম।