প্রতীকী ছবি
নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থের ঘটনায় দেশজুড়ে নিন্দা, বিক্ষোভ ও ব্যাপক সমালোচনার মুখে অবশেষে মামলা করেছে পুলিশ। মামলা করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীর জানান, সোমবার রাতে প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে সোমবার দুপুরে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোরছালিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলাটি করেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর গ্রামের অটোচালক সৈয়দ রিমন আলী, মোবাইল ফোন ব্যবসায়ী আড়পাড়া গ্রামের শাওন খান এবং মধ্যপাড়ার মাদরাসা শিক্ষক মো. মনিরুল ইসলাম। এই তিনজনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্য মতে, গত ১৭ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত এক বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরের দিন কলেজে গেলে কিছু ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলে।
এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস পুলিশে খবর দেন। এর মধ্যে অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন—এমন গুজব রটিয়ে উত্তেজনা আরো বাড়ানো হয়। অধ্যক্ষ ও দুজন শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয় লোকজনের সঙ্গে তাদেরও সংঘর্ষ হয়।
ওই সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে কলেজের ছাত্র ও স্থানীয় লোকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেয়। ওই ঘটনার কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশকেও উপস্থিত দেখা যায়।
পরে পুলিশ ওই ছাত্রের সঙ্গে অধ্যক্ষকেও থানায় নিয়ে যায়। তবে অধ্যক্ষকে আটক করা হয়নি বলে জানান নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীর। এ ঘটনায় সারা দেশে তীব্র প্রতিবাদের মধ্যে ঘটনাটি তদন্তে শিক্ষা দপ্তর একটি কমিটি করেছে। তদন্ত কমিটির সদস্যরা গত সোমবার ঘটনাস্থল পরিদর্শনও করেছেন।
ঘটনার পর থেকে কলেজ বন্ধ রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে নড়াইল সদর থানার একদল পুলিশ। প্রশাসনের ঘোষণায় আগামী ১৮ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ রাখা হয়েছে।
স্বপন কুমার বিশ্বাসের বাড়ির সামনেও রয়েছে পুলিশের পাহারা। ঘটনার দিন থেকে গতকাল পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। ফলে পরিবারের সদস্যরা রয়েছে আতঙ্ক আর দুশ্চিন্তায়। ভয়ে দুই মেয়ে পড়ালেখা করতে বাইরে যেতে পারছে না।
স্বপন কুমার বিশ্বাসের স্ত্রী সোনালী দাস কান্নাজড়িত কণ্ঠে কালের কণ্ঠকে বলেন, ‘কী দোষ ছিল আমার স্বামীর? কেন তাকে এভাবে অপমান করা হলো? বাড়িতে নাই, কোথায় আছে, কী করছে, কিছুই জানি না। আমরা নিরাপত্তা চাই। ’
আসকের গভীর উদ্বেগ
আইন ও সালিশ কেন্দ্র (আসক) ছাত্রের হামলায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু এবং অন্য শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত কিছুদিন আমরা লক্ষ করছি, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন, শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে, এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় নিয়মিত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। ‘ধর্ম অবমাননা’র অভিযোগে মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হূদয় মণ্ডলের কারাবাসের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সম্প্রতি নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে একই অভিযোগ তুলে আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে জুতার মালা পরিয়ে চরমভাবে হেনস্তা করা হয়। ”
আবার সাভারের আশুলিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রের ক্রিকেট স্টাম্পের আঘাতে আহত শিক্ষক উত্পল কুমার সরকার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে শিক্ষার্থীদের নানা নিয়ম-কানুন মানা নিয়ে সৃষ্ট ক্ষোভ থেকে হামলা করা হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়।
আসক মনে করে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষাকেন্দ্রে এ ধরনের অস্থিরতা রোধ করে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও যোগাযোগ জোরদার করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতির
সাভারে কলেজ শিক্ষক উত্পল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থের ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনায় তীব্র নিন্দা এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ
নড়াইলে শিক্ষককে অপদস্থের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
গতকাল দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদ (মার্ক্সবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি রেবতি বর্মন প্রমুখ।
বক্তারা সম্প্রতি নড়াইলে সাম্প্রদায়িক উসকানিদাতা, শিক্ষক লাঞ্ছনাকারী এবং সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যাকারীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর বিক্ষোভ
নড়াইলে কলেজ শিক্ষককে অপদস্থ, আশুলিয়ায় শিক্ষক হত্যায় দায়ীদের বিচার দাবি এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের হেনস্তার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বিকেলে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সহসভাপতি শফিউল ইসলাম রঞ্জু, শেখ রোবায়তুর রহমান, দলিলুর রহমান দিলু এবং সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস প্রমুখ।
তদন্ত কমিটি গঠন
নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা করার নিন্দা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমানের নির্দেশে গতকাল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা। ]