স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শরীয়তপুরমুখী পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ব্যানার লাগানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নাওডোবা এলাকায় ব্যানারটি লাগান জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার ও তার সমর্থকরা। ব্যানারে পদ্মা সেতুর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখা হয়।
জাজিরা উপজেলার চেয়ারম্যান মোবারক আলী শিকদার বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের এত বড় উপহার দিয়েছেন। তাই তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে আমরা ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের ব্যানার নির্মাণ করেছি। '