পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে গোসল করতে নেমে সাব্বির হোসেন নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দু সরকার কালের কণ্ঠকে জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সাব্বিরসহ তার দুই বন্ধু পাকশীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর গেটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তীব্র স্রোতে সাব্বিরসহ দুজন নদীতে তলিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে দুজনকে উদ্ধার করলেও সাব্বির তলিয়ে যায়। পরে ঈশ্বরদীর রূপপুরের ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত সাব্বির উপজেলার বরইচারা গ্রামের স্বপন হোসেনের ছেলে। সাব্বির ঈশ্বরদীর চররূপুর বালক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।