kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

২৮ জুন, ২০২২ ১৬:৪৮ | পড়া যাবে ১ মিনিটে



ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

কুড়িগ্রামের উলিপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছে এক নারী। গতকাল সোমবার উলিপুর থানায় ধর্ষণচেষ্টার শিকার নারী বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় ওই নারী অভিযোগ করেন, জনশুমারি ও গৃহগণনার নিয়োগসংক্রান্ত কথা আছে বলে জাতীয় পরিচয়পত্র নিয়ে গত ৯ জুন তাকে বাড়িতে ডেকে নেন চেয়ারম্যান। এ সময় বাড়ি ফাঁকা থাকায় তাকে ধর্ষণের চেষ্টা করেন চেয়ারম্যান।

বিজ্ঞাপন

ওই নারী চেয়ারম্যানের বাড়ি থেকে বের হয়ে এলে চেয়ারম্যান তার পিছু নিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ব‌লেন, মামলা রুজু হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে।



সাতদিনের সেরা