কুড়িগ্রামের উলিপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছে এক নারী। গতকাল সোমবার উলিপুর থানায় ধর্ষণচেষ্টার শিকার নারী বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় ওই নারী অভিযোগ করেন, জনশুমারি ও গৃহগণনার নিয়োগসংক্রান্ত কথা আছে বলে জাতীয় পরিচয়পত্র নিয়ে গত ৯ জুন তাকে বাড়িতে ডেকে নেন চেয়ারম্যান। এ সময় বাড়ি ফাঁকা থাকায় তাকে ধর্ষণের চেষ্টা করেন চেয়ারম্যান।
বিজ্ঞাপন
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, মামলা রুজু হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।