হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৪৭ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টায় চুনারুঘাট পৌরসভার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ছয় কোটি ছয় লাখ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ২১ লাখ ৫৯ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।
বিজ্ঞাপন
এ সম্মেলনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু ওবায়েদ, সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম, মো. জামাল হোসেন লিটন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন বাচ্চু, এস এম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, হাজী সুজনসহ আরো অনেকে।