নীলফামারীর জলঢাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির।
নিহতরা হলেন- জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পশ্চিম মাথাভাঙ্গা এলাকার হরলাল রায়ের ছেলে রংমিস্ত্রি স্বপন রায় (৩৫) ও উপজেলার কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী গ্রামের আইনুল হকের স্ত্রী বুল্লি বেগম (৪২)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রংমিস্ত্রি স্বপন তার বাড়ির ছেঁড়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিজ্ঞাপন