সাভারে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার দিবাগত রাত এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গত রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের শিমুলতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয়রা।
বিজ্ঞাপন
সাভার মডেল থানার এস আই পাভেল মোল্লা বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে ধারণা পেয়েছি, নিহত তরুণীর শরীরের বেশ কয়েকটা ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তাকে। তার বয়স আনুমানিক ২০ বছর। আমরা তার পরিচয় জানার পাশাপাশি ও হত্যাকারীকেও গ্রেপ্তারের চেষ্টা করছি। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।